চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৯শজন কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ৪শ জন কৃষকের মাঝে ২ হাজার ৭৭৬ টাকা মুল্যের ১ কেজি করে এন-৫৩ জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ এবং ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া পেঁয়াজের আন্তঃপরিচর্যার জন্য প্রত্যেক কৃষক বিকাশের মাধ্যমে পাচ্ছেন ২ হাজার ৮শ টাকা। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলার ভোলাহাটে সোমবার সাড়ে ১০ টার দিকে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ৪শ কৃষককে আমন ধানের বীজ ও সার, ১শ কৃষককে পেঁয়াজের বীজসহ রাসায়নিক সার দেওয়া হয়।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লা দবির।