চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতির দুই ঢেউয়ে গত ৬ আগস্ট পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৪৬ জন। ৩১ হাজার ৬৯৮ জন নমুনার আরটি-পিসিআর, জিন-এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এই ৫ হাজার ১৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৪৪ জন, মৃত্যু হয়েছে ১৪৩ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ৪৫৯ জন। এই ৪৫৯ জনের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৪ জন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।