Last Updated on মার্চ ১৫, ২০২৫ by
জেলায় ২২৯৬১১ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল
চাঁপাইনবাবগঞ্জে শনিবার ২ লাখ ২৯ হাজার ৬১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩২ হাজার ৮৪৮জন শিশু।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা স্বাস্থ্য বিভিাগ। তবে দুটোতেই ৯৯ ভাগ শিশুকে খাওয়ানো সম্ভব হয়েছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
শনিবার সকালে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় সিভিল সার্জন সার্জন ডা. এ কে শাহাব উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পাসুদ পারভেজ, আরএম ও ডা. আব্দুস সামাদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে সবমিলিয়ে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এজন্য ১৯১ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।