দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলায় সুজনের মানববন্ধন : অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে’ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুজন জেলা কমিটি এবং নাচোলে উপজেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন-চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ও নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট শামশুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র আইনজীবী মো. ইশাহাক, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সুজন-জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, হৃদরোগ বিশেষজ্ঞ ও চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ডা. সামাদ, সুজন-এর সদর উপজেলা সভাপতি অ্যাভোকেট নুরে আলম সিদ্দিকি আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, ভোলাহাট উপজেলা সম্পাদক বিএম রুবেল আলী, জেলা সুজন-এর অর্থ সম্পাদক ফারুক চৌধুরী, শিবগঞ্জ উপজেলা সুজন-এর সাধারণ সম্পাদক এ কে এস রোকন, রোভার স্কাউট প্রতিনিধি শেখ নাসিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাহিন খানসহ অন্যরা।
বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন।
বক্তরা আরো বলেন সুজন- দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কার এর জন্য আন্দোলন করে আসছে। সবার অংশগ্রহণে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নাচোল প্রতিনিধি জানিয়েছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, সুজন-নাচোল উপজেলা কমিটি।
শনিবার সকাল সাড়ে ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সুজন- নাচোল উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ আশীস কুমার চক্রবর্তী, মাওলানা এনামুল হক, সাবেক কাউন্সিলর মুসা মিয়া, মানবাধিকার নাচোল উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, নাচোল ডায়াবেটিক সমিতির সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা ৫ আগস্টের পর দেশে ভাঙচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। গত ১৫ বছরের দুর্নীতি দুঃশাসনে দেশ বিপর্যস্ত। এখান থেকে দেশকে উদ্ধারে সকলকে সহযোগিতা করতে হবে।

About The Author