শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৮, ২০২৪ by

জেলায় আমন আবাদ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ শুরু হয়েছে। এবার মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় আবাদও অগ্রিম হবে বলে মনে করছে কৃষি অফিস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার ৫ উপজেলায় ৫৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৩৮০ হেক্টর, শিবগঞ্জ উপজেলায় ৬শ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর, নাচোল উপজেলায় ২২ হাজার ৪শ হেক্টর ও ভোলাহাট উপজেলায় ৫ হাজার ৫০ হেক্টর জমি রয়েছে। ইতোমধ্যে সোমবার পর্য়ন্ত গোমস্তাপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে।
যেসব জমিতে বৃষ্টির পানি জমানো সম্ভব হয়েছে সেগুলো রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাকি জমিতে পানি না থাকার কারণে প্রস্তুত করতে পারছেন না কৃষকরা। তবে কিছু কিছু জমি খাড়ি ও পুকুরের পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষক মনিরুল ইসলাম। তিনি জানান, কিছু জমিতে বৃষ্টির পানি জমানো সম্ভব হয়েছে, সেই জমি প্রস্তুত করছি, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে চারা রোপণ করা হবে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন- কেবলমাত্র রোপা আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এখনও অনেক সময় রয়েছে। এরমধ্যে আরো বৃষ্টি হবে এবং কৃষকরা সময়মতই চারা রোপণ করতে পারবেন। সেপ্টেম্বর পর্য পর্য়ন্ত সময় আছে। তিনি বলেন-এবার এই মৌসুমে বৃষ্টি একটু আগেই হয়েছে, কাজেই এবার চাষাবাদও অগ্রিম হবে বলে আশা করছি।

 

About The Author

শেয়ার করুন