চাঁপাইনবাবগঞ্জ জেলায় শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত থাকলেও জেলা ও উপজেলা পর্যায়েও শান্তি সমাবেশ অুনষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা ও উপজেলা পর্য়ায়ের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : জেলা সদরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ করা হয়। শহরের অল্টনমোড় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সামবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক। এসময় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, জেলা কৃষক লীগের সহসভাপতি মোসফিকুর রহমান টিটু, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলালীগের সভাপতি জুঁই আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আব্দুল ওদুদ, তাঁর বক্তব্যে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি ভোটারসহ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলার উন্নয়ন শরিক হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন-সাংবাদিক ভাইয়েরা যদি ইতিবাচক সংবাদ পরিবেশন করেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে পড়বে এবং জেলা উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে সদর উপজেলার শাহজাহানপুর, বারঘরিয়া, মহারাজপুরসহ অন্যান্য ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠত হয়।
বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন দৃষ্টি নন্দন পার্কে বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাকিব।
বারঘোরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের সালেহ খান খোকনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, বারঘরিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. শামসুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর কলোনীমোড়স্থ আওয়ামী লীগের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও রহনপুর পৌর কাউন্সিলর মহসিন আলী, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, যুবলীগ নেতা মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর পৌর সভাপতি এন্তাজুল হক। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।
অন্যান্য উপজেলাতেও শান্তি সমাবেশের খবর পাওয়া গেছে।