চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের জিয়ানগরে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
উঠান বৈঠকে তিনি বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা বতর্মান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের যে সূচনা হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। এজন্য এই সরকারের ধারাবাহিকতা দরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং নৌকার জন্য ভোট চাই।
এসময় তিনি জনসাধারণের সামনে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন এবং বিতরণ করেন লিফলেট। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে আগামী সংসদ নির্বাচনে আওয়ডামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজি শামসুদ্দিন বাবলু, চাঁপাইনবাবগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পাতানূর আলীসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।