Last Updated on জানুয়ারি ১৯, ২০২৫ by
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত : দ্রুত জাতীয় নির্বাচন দাবি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। তিনি তার বক্তব্যে জিয়ার রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবত্তক উল্লেখ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
অন্য বক্তারা বলেন- জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে মূল্যায়ন করা হয়নি। তারা বলেন- আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের গণতন্ত্র হরণ করেছিল আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তারা আরো বলেন, গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে জুলুম-নির্যাতন করেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতির আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সারোয়ার জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা।
আলোচনা শেষে দোয়া করা হয়।
অন্যদিকে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আহসান হাবীবসহ অন্যরা।
শহরের পাঠানপাড়ায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের বাসভবনে এই আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল।