শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৬, ২০২৪ by

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

সিরিজের প্রথম ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি এবং জয়লর্ড গাম্বিকে দ্রুতই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। মাত্র ২৩ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার। এরপর ডিয়ন মায়ার্স কিছুটা চেষ্টা চালিয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার। তবে ৩০ বলে ৩৩ রান করে বিদায় নেন তিনিও। বাকি সময়টায় নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলাররাও ছিলেন দারুণ ছন্দে। পাক বোলারদের বোলিং তোপে খাবি খেতে থাকা জিম্বাবুয়ে থেমেছে ১৪৫ রানের মাথায়। ডিয়ন বাদে ৩০ রানের কোটা ছুঁতে পেরেছেন কেবল শন উইলিয়ামস। ৩৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন আবরার আহমেদ। এছাড়া ৩ উইকেট নেন সালমান আলী আঘা। ১টি করে উইকেট তুলেছেন সাইম আইয়ুব এবং ফয়সাল আকরাম। জবাব দিতে নেমে সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিকের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। মারমুখি ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন দুজন। তাদের ব্যাটে চড়ে জয়ের পথে এগোতে থাকে পাকিস্তান। জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে রান তুলতে থাকেন দুই পাক ওপেনার। শুরুর সেই শুভসূচনার পর আর পথ হারায়নি পাকিস্তান। হেসেখেলে চলে গেছে জয়ের বন্দরে। ১০ উইকেট এবং ১৯০ বল হাতে রেখে ম্যাচ জিতেছে পাকিস্তান। দারুণ দাপুটে এক জয়ের ফলে সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। ৫৩ বলে সেঞ্চুরি হাঁকানো সাইম ৬২ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে শফিক টিকে ছিলেন ৪৮ বলে ৩২ রানের ইনিংস খেলে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার, বুলাওয়েতে।

About The Author

শেয়ার করুন