জিতের নতুন তুরুপের তাস ‘মানুষ’

23

গত রোজার ঈদের বক্স অফিস ধরতে মরিয়া ছিলেন জিৎ। সালমান খানের সঙ্গে লড়াইটা সহজ হবে না তা ভালোভাবেই জানা ছিল কলকাতার ‘বস’-এর। নিজের মুখেই অভিনেতা বলেছিলেন, কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে চেঙ্গিজের তুলনা টানাটা অনেকটা আর্জেন্টিনা বনাম সৌদি আবরের ম্যাচের মতো। তবে নিজের উপর ভরসা রেখেছিলেন জিৎ। তবে জিৎ হতাশ করেননি। প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি কেমন ব্যবসা করেছে সেটা পরের বিষয়। তবে চেঙ্গিস যে আলোচনার তুঙ্গে চলে এসেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না।

এবার জিৎ-এর তুরুপের তাস ‘মানুষ।’ আগামী নভেম্বরে এই কার্ড ছুঁড়বেন। তারপর বাকিটা… তবে মজার ব্যাপার হচ্ছে এই ছবিটা দুটো কারণে বাংলাদেশের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এক নম্বর হলো ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার, আর জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ইতোমধ্যে মানুষের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। যেখানে জিৎ- এর লুকে উঠেছে প্রতিশোধ স্পৃহা। হাতে বন্দুক, চোখে আগুন। এই আগুন কতটা ছড়িয়ে পড়বে তা বলা যাবে নভেম্বরের শেষ সপ্তাহে। সঞ্জয় সমাদ্দার বলেন, ‘মানুষ মূলত মানুষেরই গল্প। অন্যভাবে বলা যায় এটা ফেট অ্যান্ড ফাইটের গল্প।’ ইতোমধ্যে পোস্টারটি প্রশংসা ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। পাচ্ছে প্রশংসাও। এমনটাই নির্মাতা সূত্রেও জানা গেছে। সিনেমায় জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল ও সুস্মিতা চ্যাটার্জি।