Last Updated on নভেম্বর ২০, ২০২৪ by
জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধান এবং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের জন্য এই হুইল চেয়ার ও পুষ্টি সমস্যা নিরসনে প্রান্তিক কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ এই ধান বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী, মি. উত্তম মন্ডল এবং রিপন গমেজ উপস্থিত ছিলেন।