সভাপতি তনু, সাধারণ সম্পাদক সুমন
জাসদ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার কর্মী সমবেশ ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজের ১৯ নং কক্ষে কর্মী সমাবশে অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনু, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আযাহারুল ইসলাম পিন্টু, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কর্নেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু। কর্মীসভায় আরো বক্তব্য দেন জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, পৌর ছাত্রলীগ সভাপতি শামীম হোসেন। পরে তসিকুল রেজা তনুকে সভাপতি ও মিজানুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কিমিটি গঠন করা হয়।