চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সভাপতি মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। পৌর জাসদের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু ও মো. জাকারিয়া হোসেন, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী, শ্রমিক জোটের নেতা আবু সাঈদ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সদস্য মো. সারওয়ার্দি, জাসদের পৌর ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসেন, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি তসিকুল রেজা তনু ও সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির।
এ সময় জেলা, উপজেলা ও পৌর জাসদ, ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- দুর্নীতি বন্ধ করতে হবে। যেখানেই দুর্নীতি হোক না কেন জাসদ এগিয়ে আসবে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষে আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত, চলমান দুর্নীতিবিরোধী অভিযান জোরদার, বৈষম্যদূর করাসহ সমাজতন্ত্রকে এগিয়ে নেয়ার দাবি জানান বক্তারা।