দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। হতাহতের এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোলিনেজের মেয়র টিম-অলিভার কার্জবাখ। এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের শহরে হামলার এই ঘটনা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য আমার চোখে জল আসছে। আহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।”পুলিশ বলছে, সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। মেয়রের বার্তায় বলা হয়েছে, শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণী বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টে হামলার ঘটনাটি ঘটে। উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের শহরটির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্ত রয়েছে। এটি জার্মানির অন্যতম জনবহুল শহরও। ছুরি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল। তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জহানাতে পারেননি। জার্মানিতে প্রাণঘাতি ছুরি ও বন্দুক হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ ছুরি হামলার ঘটনাটি ঘটেছিল গত জুনে। সে সময় ম্যানহেইম শহরে ডানপন্থিদের বিক্ষোভের সময় ছুরি হামলায় ২৯ বছর বয়সী তরুণ এক পুলিশ সদস্য মারা যান। এর আগে ২০২১ সালে জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

About The Author