২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেছেন চাঁপাইনবাবগঞ্জের একজন স্কাউট লিডার ও দুই স্কাউট। তারা হলেন- রহনপুর মুক্ত মহাদলের স্কাউট লিডার নাজমুল হক ও চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের সদস্য আবু সাইদ ও ইয়াসিন আহমেদ রনি।
আজ মঙ্গলবার থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি। এ আয়োজনে অংশ নিচ্ছেন ১৭২ দেশের স্কাউট সদস্যরা।
স্কাউট আবু সাইদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার সাজেমাল আলীর ছেলে। পড়াশোনা করছেন নামোশংকরবাটি ডিগ্রি কলেজে, একাদশ শ্রেণিতে। অন্যদিকে চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আহমেদ একই এলাকার তাজেমুল হকের ছেলে।
স্কুুলজীবনে কাব স্কাউটিংয়ের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাথে যুক্ত থাকা সাইদ ও ইয়াসিন বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় বেশ খুশি। তারা জানান, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এ জেলার বিভিন্ন বিষয় উপস্থাপন করাই থাকবে তাদের লক্ষ্য।
এদিকে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশগ্রহণের সুযোগ পাওয়া দুজন স্কাউট ও একজন স্কাউট লিডারকে অভিনন্দন জানিয়েছেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ।