বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by

জাভেদ আখতারকে বিয়ে করতে চান বিদ্যা বালান

ভারতের বর্ষীয়ান ও বিখ্যাত গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক অভিনেত্রী বিদ্যা বালন! আর এ কথা নিজেই জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত এ নায়িকা। তবে মজার ছলে বিদ্যার এমন মন্তব্যের পিছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে হাসি চাপানো কঠিন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদ্যা বালান জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির অনেক বড় ভক্ত। তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী হচ্ছেন শাবানা। সে কারণেই ঠাট্টা করে বিদ্যা বলেন, ‘যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি আছি।’ বিদ্যা আরও জানান, শাবানা আজমির অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জোগায়। কিশোরী বয়সে প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন তিনি। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন ‘কাহানি’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আর্থ’ ছবিতে তার অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে, এক ছেলে বন্ধুকে জানিয়েছিলাম আমার জন্ম তারিখ ১৮ সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিন ১৮ সেপ্টেম্বর। দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে বিদ্যা বালানকে। এর আগে ভুলভুলাইয়াতে ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছিল বিদ্যা।

About The Author

শেয়ার করুন