শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৩, ২০২৪ by

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, ছয়জনের মৃত্যু

জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের কিছু অংশে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াজিমা এবং সুজু শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়েছিল বৃষ্টিপাত এবং গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। রোববার উভয় শহরেই সেপ্টেম্বরে গড়ে বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশ কয়েকটি নদীর তীর ভেঙ্গে গেছে এবং রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রিফেকচারজুড়ে ১০০ টিরও বেশি সম্প্রদায় বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে দুইজনকে ওয়াজিমায় একটি বিধ্বস্ত সুড়ঙ্গের কাছে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, অন্যান্য নিহতদের মধ্যে দুজন বয়স্ক পুরুষ এবং একজন বয়স্ক নারীও রয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা শনিবার ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল এবং রোববার সতর্কতায় নামিয়ে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ আবার সতর্কতার আহ্বান জানিয়েছে। এই অঞ্চলটি এখনও জানুয়ারিতে হওয়া শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পের ক্ষতি থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওই ভূমিকম্পে কমপক্ষে ২৩৬ জন নিহত হয়েছিল, ভবন ভেঙে পড়েছিল এবং একটি বড় অগ্নিকা- ঘটে। হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কম্পানি জানিয়েছে, গতকাল সোমবার প্রায় ৪ হাজার পরিবার বিদ্যুৎবিহীন ছিল। ওয়াজিমা, সুজু এবং নোটো শহরসহ ইশিকাওয়ার চারটি শহরজুড়ে ৪০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইশিকাওয়ার উত্তরে নিগাতা ও ইয়ামাগাতা প্রিফেকচারের আরো ১৬ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। সূত্র : বিবিসি

About The Author

শেয়ার করুন