জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি অনুমোদন সভাপতি আরিফ সম্পাদক রঞ্জু

22

জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) এর রাজশাহী বিভাগীয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাসাস চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম ও মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু গত ১০ জুলাই ২ বছর মেয়াদে ৪৩ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটির অনুমোদন দেন।
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা শেষে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
রাজশাহী বিভাগীয় কমিটিতে দৈনিক ‘এই বাংলা’র স্পেশাল করেসপন্ডেন্ট ও ‘অপরাধ সূত্র’র রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান এম এ আরিফকে সভাপতি এবং দৈনিক ‘চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক ও ‘চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ কার্যকারী সভাপতি মো. আবু তাহের খোকন (দৈনিক সানশাইন), সহসভাপতি মো. ইকতেজার মুরশেদ শ্যামল (দৈনিক তৃতীয় মাত্রা), সহসভাপতি আর কে আকাশ (এশিয়ান টিভি), সহসভাপতি ইমাম হাসান মুক্তি, সহসভাপতি নেওয়াজ মোরশেদ নোমানসহ অন্যরা।
কমিটি অনুমোদনকালে জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস)’র চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম বর্তমান রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। জাসাস চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম বলেন, আশা করব নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করে সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোচ্চার থাকবেন এবং সংস্থার কার্যক্রম সুসংগঠিত করবেন। তিনি দ্রুত সময়ের মধ্যেই বিভাগের সবকটি জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার জন্যও নতুন বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেন।
এসময় মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে ঢেলে সাজিয়ে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।