স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নিজ নিজ উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর।
শিবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ এড়াতে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহদাৎবার্ষিকী পালনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা।
গোমস্তাপুর প্রতিনিধি : উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দিন, আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপজেলা প্রশাসেনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট সদস্যরা।
করোনা সংক্রমণ এড়াতে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তাসহ প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজের প্রধানগণ।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ আগস্ট উপজেলা অডিটোরিয়াম ভবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১৫ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আলোচনা সভা।
ওই দিন সকালে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়াও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ, একটি পৌরসভা এবং উপজেলা পরিষদসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ২৫ হাজার বনজ গাছের চারা রোপণের সিদ্ধান্ত হয়।