জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

88

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন।
আলোচনা সভায় বক্তারা বলেন- ১৫ আগস্ট রাতের অন্ধকারে ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় তারা তা করতে পারেনি। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি। তারা ২০০৪ সালের ২১ আগস্ট শান্তিপূর্ণ মিছিলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগ সভাপতি দেশরতœ শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন তিনি প্রাণে বেঁচে যান। আজকের বিশ্ব মানবতার মা শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ অন্যরা সেদিন শহীদ হন। আজ সময় এসেছে সেদিনের সেই ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করাবার। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অক্ষুণ রাখতে আমরা কাজ করে যাব। দেশরত শেখ হাসিনার নির্দেশনায় আমরা সকল সন্ত্রাসী কর্মকান্ড অপসারণ করব।
আলোচনা সভায় বক্তরা আরো বলেন, ১৫ আগস্ট আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমরা আমাদের দলের অনেক নেতাকেও হারিয়েছি। এই মাস শোকাবহ মাস। এ দেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান নেই। যারা এদেশের মঙ্গল চায় না তারাই এ ধরনের অপকর্মে লিপ্ত থাকে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনকসহ অন্যরা। এসময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মধ্যাহ্নভোজে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শিবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে পথসভা করে।
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিরাজ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও সাধারণ সম্পাদক আসিফ আহসান, পৌর ছাত্রলীগের সভাপতি হিমেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অন্যদিকে এ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ ও কৃষক লীগের উদ্যোগে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে একটি শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়।
শ্রমিক লীগের সভাপতি সাদেকুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি ডা. সাদিকুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুয়েলসহ অন্যরা।
নাচোল প্রতিনিধি : জেলার নাচোলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তাঁতী লীগের আয়োজনে সকাল ও বিকেলে পৃথক আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নাচোল পৌর তাঁতী লীগের উদ্যোগে একটি র‌্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়। নাচোল পৌর শাখা তাঁতী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা ৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর তাজমুল শেখ, উপজেলা তাঁতী লীগের সভাপতি মাহফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, মহিলা লীগ নেত্রী শ্রীমতি রঞ্জনা রানী ও আদিবাসী নেত্রী শ্রীমতি নীলা রানী, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রমুখ।
অপর দিকে বিকেল ৪টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে নাচোল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে নাচোল মধ্যবাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আব্দুর রশিদ খান, কসবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক প্রভাষক আজিজুর রহমান, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
গোমস্তাপুর প্রতিনিধি : ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত-আহতদের স্মরণে গোমস্তাপুরে পৃথক দুটি স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকালে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিস্টার কর্নেলিউস মুরমু পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার আলী খান, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া খায়ের করা হয়।
অপরদিকে নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলার রহনপুর পুরাতন বাজার বেগম কাচারি প্রাঙ্গণে মাইনুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফুল হক, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলসহ অন্যরা।