জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাল প্রয়াস, করল বৃক্ষরোপন

15

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে সংস্থাটি।
মঙ্গলবার সকালে শহরের বেলেপুুকুরস্থ প্রধান কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করে প্রয়াস। র‌্যালিটি আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যরা।
র‌্যালিতে অংশগ্রহণ করেন- প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, সহকারী পরিচালক তাজেমুল হক, জুলফিকার আলী ও মোমিনুল হক, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আব্দুস সালাম, ফারুক আহমেদ ও ফিরোজ আলম, গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহমেদ ফ্রান্সসহ অন্যরা।
র‌্যালি শেষে প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাহবুবুর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রয়াসের প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব জমিতে ভেষজ বৃক্ষরোপণ করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।