জাতীয় যুব দিবস উপলক্ষে প্রয়াসের চক্ষু ক্যাম্প

1

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় সংস্থাটির ইউনিট-২২ এর কর্মএলাকার যুবসমাজ অংশগ্রহণ করেন।
সকালে ইউনিট-২২ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালি শেষে ইউনিট-২২ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন ও কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, উন্নয়নে যুবসমাজের সভাপতি ইমাম হোসেন, সহসভাপতি সজিব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সদস্য শুভ আহম্মেদসহ অন্যরা।
পরে সেখানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ৩৯ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাই করা রোগীদের চলতি মাসের শেষ সপ্তাহে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোস্তাফিজুর রহমান। তাকে সহায়তা করেন মো. ইসমাইল হোসেন, আশিক আহম্মেদ ও তাজিবুর ইসলাম।
চক্ষু ক্যাম্প বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করে নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি টিম।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ছিল জাতীয় যুব দিবস।