জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় ছড়া গানে প্রথম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পায়েল সাহা। গত ২৬ জুলাই ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের ৮ জন প্রতিযোগী অংশ নেন।
এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেন পায়েল সাহা। তিনটিতেই সেরা হয়ে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হন তিনি। গত ২৬ জুলাই জাতীয় পর্যায়ে ছড়া গান গেয়ে বিচারকদের দৃষ্টিতে সেরা হন পায়েল, অধিকার করেন প্রথম স্থান।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পায়েল সাহার বাড়ি জেলাশহরের হুজরাপুর মহল্লায়। বাবা বিনয় সাহা, মা কল্পনা রানী সাহা।
প্রায় ৮ বছর থেকে মহানন্দা সংগীত নিকেতনে সংগীত শিক্ষক এ কাশেম অনুর কাছে সংগীত সাধনা করছেন তিনি। এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, শিশু পায়েল বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের ছড়া গান ও লালনগীতির নিয়মিত শিশু শিল্পী হিসেবে তালিকাভুক্ত।