মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- র্যালি ও আলোচনা সভা।
সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হবে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, নিরাপদ সড়ক চাই-নিসচাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ করবে।