শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এবারের এই প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, চেম্বারের সহসভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু মিয়া। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বেশি বেশি সেমিনার করে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার আহবান জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। সকলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হবো।