‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ-বিনামূল্যে আইনের সেবার দ্বার উন্মোচন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের গ্রামবাংলায় ছোটখাটো ঘটনা ঘটলে সালিশ হতো। কিন্তু কালের পরিক্রমায় এখন আর হয় না। এখন কেউ কাউকে মানে না। এখন কোনো ঘটনা ঘটলেই মামলা হয়। সে কারণেই আদালতে মামলার সংখ্যা বাড়ছে। তাছাড়া দালাল তো আছেই। দালালের খপ্পরে পড়ে অনেকেই মামলা করেন। কিন্তু অনেক বিচারপ্রার্থী টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে পারেনা।
বক্তারা বলেন- পবিত্র সংবিধানে বলা আছে দেশের সকল নাগরিক আইনের সমান অধিকার পাবেন। বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইসব গরিব অসহায় দরিদ্র মানুষদের জন্য লিগ্যাল এইড বা জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম চালু করেন। এর ফলে সরকারি খরচে অসহায় মানুষ আইনজীবী পাচ্ছেন, মামলা লড়তে পারছেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী বলেন- লিগ্যাল এইড কার্যক্রম আরো জোরদার করা হবে এবং যেসব অভিযোগ বিকল্প ব্যবস্থায় নিষ্পত্তিযোগ্য, সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। মনে রাখতে হবে, কোনো বিচার প্রার্থী যেন হয়রানির শিকার না হন।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) নরেশ চন্দ্র সরকার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদসহ অন্যরা।
সূচনা বক্তব্যে দেশের এবং জেলার আইনগত সহায়তা বিষয়ক তথ্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম। তিনি জানান, জেলায় বিনামূল্যে ৭৩৬টি মামলা চলমান রয়েছে, ১০৯টি আবেদন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। গত এক বছরে মামলা-মোকদ্দমা ছাড়াই বিভিন্ন পাওনাদারকে ৩১ লাখ ৬৯ হাজার ৩৫১ টাকা আদায় করে দেয়া হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এসএম শহীদুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর নাজমুল আজম, সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টু, ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মঞ্জুর রহমান, বিচারপ্রার্থী মনিরুল ইসলাম।
শোভাযাত্রায় বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাক ও প্রশিকা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এদিকে গত তিন দিন যাবৎ বিনামূল্যে আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়ে শহরে মাইকিং চলেছে। এছাড়াও লিফলেট বিতরণ করা হয়েছে। এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে দিবসটি পালিত হয়েছে। এছাড়াও কয়েকটি ইউনিয়ন পরিষদেও দিবসটি পালন করা হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদ্যাপন হয়েছে। এ লক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেনÑ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট হাফিজুর রহমান, কমিটির সদস্য নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।