জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা পুষ্পস্তবক অর্পণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে ড. ইউনূস বেলা ১১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।
ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের সাথে পুরো সিস্টেমটি সংস্কার করব।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শপথ নেয়ার পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই যড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন তাদের মধ্যে ১৪ জন। তিনজন ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।