বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৮, ২০২৪ by

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবদল ও গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি র‌্যালি ও সমাবেশ করেছে।  শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। সমাবেশে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে তারিফ বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখী করতে হবে।
এসময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম ও সদস্য সচিব লিটন আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, যুবদল নেতা আব্দুর রহিম, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার বিকেলে নানা আয়োজনে দিবসটি পালন করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠন। র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পার্বতীপুর ইউনিয় পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর এসবি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলোচনাসভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সাদেকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিহাবুল হক (হুদা), ৮ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ও টিপু সুলতান, বিএনপি নেতা বাইরুল ইসলাম, আব্দুল লতিফ মোসাদ্দেক হোসেন, রবিউল ইসলাম, ইসরাইল হোসেন, আশরাফুল ইসলাম প্রভাষক, আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম ইয়াসিন আলী প্রমূখ। এ সময় ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুন