Last Updated on ফেব্রুয়ারি ৯, ২০২৫ by
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় চাঁপাইনবাবগঞ্জ ও বালকে নাটোর চ্যাম্পিয়ন
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালিকাদের খেলায় চাঁপাইনবাবগঞ্জ ও বালকদের খেলায় নাটোর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল ২-১ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে বিথি খাতুন ও বিপাশা খাতুন ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে মৌসুমী খাতুন ১টি গোল পরিশোধ করেন। চাঁপাইনবাবগঞ্জের বিথি সর্বোচ্চ গোলদাতা ও ম্যাচ সেরা এবং সিরাজগঞ্জের মৌসুমী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অন্যদিকে বালকদের খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নাটোর জেলা দল ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে নাটোরের তুষার ম্যাচ সেরা ও সর্বোচ্চ গোল দাতা এবং সিরাগঞ্জের ইদুল হাসান বাধন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) পারভেজ রায়হান।
এসময় তিনি বলেন, তরুণদের দৈহিক ও মানসিক বিকাশের জন্যই খেলাধুলা দরকার। এ দেশ বদলাবে কারা? দেশ বদলাবে তরুণরা। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বই ও ২৪ এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলনেই ছিল তরুণরা। তরুণরাই দেশকে বদলাতে পারে, পৃথিবীকে বদলাতে পারে।
অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, জাতীয় ক্রীড়া পরিষদের সংযুক্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন, হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মো. তৌফিকুর রহমান রতন, এটিএন বাংলার ব্যুরো প্রধান সুজাউদ্দিন ছোটনসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।