জাতির শ্রেষ্ঠ সন্তান

43


তসলিম উদ্দীন

হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান
স্বাধীনতা সংগ্রামে করলো আত্মদান।
ভাঙতে গোলামির জিঞ্জির, তাড়াতে খিঞ্জির
হয়েছিলো আগুয়ান, ওরা নির্ভীক, মুক্তিসেনা
এক হাতে নিশান আরেক হাতে কৃপাণ
বুকের তাজা রক্ত দিতে হয়নি তো পিছটান
তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।
রণাঙ্গনের অগ্নিকণা চোখের পলকে ঝলকে ঝলকে
জ্বেলেছিলো শিখা অনির্বাণ।
ওরাই শ্রেষ্ঠ সন্তান।
ওরা ধূমকেতুর অগ্নিবাণ ওরা মহারণের তাজিঘোড়া
দুশমনকে ডরায় থোড়া, ওদের খুরের নালে ফিনকি ছুটে
তেজোদীপ্ত প্রাণ বাঙালির সন্তান।
ওরা মরণজয়ী রণে বলীয়ান জাতির শ্রেষ্ঠ সন্তান।
ওরা মহাবীর ওদের হাতে আছে ধনুকভঅঙা তীর।
জোর কদমে এগিয়ে চলে উঁচু করে শির, ওরা মহাবীর।
বজ্রকণ্ঠে বজ্রধ্বনি রণে যাবার ডাক, সারা বিশ্ব হতবাক।
এই সেই সোনার দেশ
সাগর আছে নদী আছে সুখও আছে অশেষ।
রক্তের পাল উর্বর ভূমি,
সকালে সূর্য উঠে
সন্ধ্যায় ডুবে পদচুমি।
গাছে গাছে ফুল ফুটে, পুত্রহারা মা স্বামীহারা নারী
আঁচল পাতিয়া থাকে, অঝোরে ঝরায় চোখের বারি।
প্রহর গোনে মা ডাকে, ফিরে আয় বাবা, আয় ফিরে
ফুল রেখেছি থোকা থোকা শ্মশানে-গোরস্থানে
আয় বাবা চুমু দেব মুখখানে।
কে বলে তোরা হারিয়ে গেছিস, হয়েছিস চোখের আড়
প্রতিদিন দেখি শ্রেষ্ঠ সন্তান তোরা হারাবি না আর।
মায়ের সোহাগ জাতির গরব সন্তানের ডাক
নির্যাতিতার আহাজারি সারা বিশ্ব হতবাক।
যুগ যুগ ধরে জ্বলবি তোরা আকাশের গায়
স্বাধীনতার ইতিহাসে তোদের জুড়ি নাই।
নয়নের মনি লক্ষ্মী সোনা মাথায় পরা তাজ
বাংলার শ্রেষ্ঠ সন্তান জাতি গর্বিত আজ।
দুয়ারে দাঁড়িয়ে আঁচলে মোছে চোখ
জয় বাংলার জয়ধ্বনি কপালে তিলক।
পিতা-পুত্র যাবে রণে মরণে নাইকো ভয়
আত্মবিশ্বাসী ওরা যুদ্ধে হবে জয়।
চারদিকে শেয়াল শকুন ফেরুপালের ভিড়
ঘরে দুশমন বাইরে দুশমন পাড় ভাঙা তীর।
ঝাঁকে ঝাঁকে ছুটছে গুলি মরছে মানুষ ডরে
ছাড়ছে বাড়ি তাড়াতাড়ি মরণকে ভয় করে।
পড়ে রইলো সোনার সংসার শূন্য বাড়িঘর
জ্বলছে আগুন পুড়ছে বাড়ি লুটেরা তস্কর।
দয়া নাই মায়া নাই সারিবদ্ধ করে
মাটি চাপায় ভরছে খাল মানুষ যত মারে।
লাখে লাখে মারে মানুষ রক্তে নদী বয়
জয় বাংলার জয়ধ্বনি মরতে নাহি ভয়।
মা তোর পায়ে ঠেকায় মাথা নত করে শির
আর ক’টা দিন সবুর করো হয়ো না অধীর।
পূব আকাশে সূর্য উঠে ডুবে সন্ধ্যাবেলা
যুদ্ধের মাঠে চোখে আগুন খেলি মরণ খেলা।
মাগো তোর বুকের দুধে এতো বাহাদুরি
বাংলার জল বাঙালির বল তাই তো গর্ব করি।
আমরা তোমার শার্দুল ছেলে, বুকে আছে বল
সাপের ফণাও কিছু না কাঁপছে ধরাতল।
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বিদায় রাজাকার
জয় বাংলার শ্রেষ্ঠ সন্তান ধন্য মা আমার।
লহুর দরিয়া পাড়ি দিয়ে দজ্জালের বিদায়
লাল সবুজের পতাকা উড্ডীন বিশ্বের দরজায়।
জাতির শ্রেষ্ঠ সন্তান রচিয়াছে স্বর্গের উদ্যান
চারদিকে জয় বাংলার জয়ধ্বনি জয় বাংলার গান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান।