শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৮, ২০২৪ by

জাজের নতুন সিনেমায় পূজা

আজিজের ঘর ছেড়েছিলেন পূজা চেরি রায়। অথচ এই প্রযোজকের সংস্থা থেকেই যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রী পূজার। ঢালিউডে অভিষেক ও কয়েকটি সিনেমা করার পর প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া ছাড়েন পূজা। বড় একটা বিরতির পর আবারও পুরোনো ঘরে ফিরছেন এই অভিনেত্রী। তিন বছর পর জাজের নতুন ছবিতে যুক্ত হচ্ছেন পূজা। জাগো নিউজকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, ‘নতুন ছবির চিত্রনাট্য লিখেছি। গল্পটিও আমার। পূজা অভিনয় করবে।’ জানা গেছে, ছবিটিতে কোনো নায়ক থাকবে না। অর্থাৎ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পূজা। আবদুল আজিজ বলেন, ‘ছবিতে কোনো নায়ক থাকবে না। তবে আরও একটি নারী চরিত্র থাকবে। হয়তো একটি নতুন মুখ পেতে পারে ইন্ডাস্ট্রি।’ তবে নতুন সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। নাম ঠিক না হওয়া পূজার নতুন এই ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন। শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নায়িকা হিসেবে ঢালিউডে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন পূজা। কাজ করেছেন টলিউডেও। পূজার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’। শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা। তবে সিয়ামের সঙ্গেই পূজার রসায়ন বেশি পছন্দ করেছে ঢালিউডের দর্শক।

About The Author

শেয়ার করুন