পদ্মপাতার জীবন মানে
সদাই টলোমলো
আজ আছি কাল রইবো পাকা
কে বলবে তা বলো?
সেটাই নিয়ে বড়াই করি
আমরা বোকার দল
যেথাসেথা দেখাতে চাই
করি বাহুর বল।
অন্যায় কিছু মনে হয়না
মানি সবই ন্যায়
ভুলধারণা করে সবাই
করি সময় ব্যয়।
জাগো সকল হে জনগণ
সময় নাই যে আর
ডুবে যাওয়া সোনার তরী
জাগাও বারেবার।