শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৬, ২০২৫ by

জমে উঠছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শুরু হওয়া শিল্পপণ্য ও বাণিজ্য মেলা এখনও ঠিক মতো জমে না উঠলেও ভিড় লক্ষ করা গেছে। বৈরি আবহাওয়ার কারণে গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিন বিকেলে মেলায় ক্রেতা ও দর্শনার্থিরা আসতে পারেন নি।
শুক্রবার বিকেলে মেলা ঘুরে মেলার স্টলগুলোর মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ গত ৫দিন থেকে তো কেউ গত দুইদিন বা তিনদিন থেকে বিক্রি শুরু করেছেন। ইলেকট্রিক মার্টের মালিক আল আমিন বলেন-গত ৫দিন থেকে তিনি স্টল দিয়েছেন। এখনও সাজানো গোছানো চলছে। বেচাবিক্রি মোটামুটি হচ্ছে। কবিরুল কসমেটিকসের বিক্রেতারা জানান, গত ৪দিন থেকে স্টল দিয়ে দিয়েছেন। বেচা কেনা মোটামুটি হচ্ছে। কিশোরগঞ্জ থেকে আসা বিসমিল্লাহ ফ্যাশনের বেলায়েত হেসেন জানান, গত ২দিন থেকে তিনি বেচাকোনা শুরু করেছেন। তবে এখনও জমে ওঠেনি। মুসা শসার বস্ত্রালয়ে মালিক মুসা জানান গত বৃহস্পতিবার থেকে বেচা বিক্রি শুরু করেছেন।
এদিকে মেলা ঘুরে দেখা গেছে, পণ্যর পাশাপাশি শিশু-কিশোরদের বিনোদনের জন্য বেশ কয়েকটি বিভিন্ন ধরনের রাইড রয়েছে। শিশুরা বেশ মজা নিচ্ছে সেইসব রাইডে। এছাড়া মেলার শেষ প্রান্তে যাদুর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শহরের পুরাতন স্টেডিয়ামে গত ১০ মে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলায় শতাধিক স্টল ও বেশ কয়েকটি প্যাভেলিয়ন রয়েছে।

About The Author

শেয়ার করুন