এখানে পায়ের নিচেই অজস্র পথ।
কেবল চোখের পিপাসা বেড়েছে বলে,
সব পথের দূরত্ব হয় না শেষ!
জন্মাবধি হেঁটেছি আমি বিভোর হয়ে
পথের ছলনায়,
তবু পথিক হওয়ায় যেন
আজ বড় দায়।
মৃতুরা পালায়নের পূর্ব মুহূর্তেও তাই
করেছে অঘাধ ভর্ৎসনা
মিথ্যে ছলনায়।
বুভুক্ষু পাখির ন্যায়।
মৃত্যুকে ধরার নামে
যেন, জন্ম জন্ম খেলা
খেলার ধূর্ততায় শুধু
জন্মের হাতকড়া পড়া।