জন্মনিবন্ধন দিবস উদযাপন : যথাসময়ে শিশুর জন্মনিবন্ধন করানোর আহ্বান

18

‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্মনিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। রবিবার র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। বক্তারা যথাসময়ে প্রতিটি শিশুর জন্মনিবন্ধন করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য ও সচিব, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা এবং গ্রামপুলিশের অংশগ্রহণে একটি র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান, ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।

শিবগঞ্জ : জেলার শিবগঞ্জে জাতীয় জন্মনিবন্ধন দিবস রবিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, ইউপি সচিব-সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।