জঙ্গলে নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা করলো ১৩ বছরের কিশোর

10

বন্ধুকে হত্যার অভিযোগে দিল্লীতে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। ৮ বছর বয়সী ওই বন্ধুর সঙ্গে মারামারির পর হত্যার ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে। অভিযুক্ত কিশোরকে পুলিশ গত সোমবার আটক করেছে। পুলিশ জানিয়েছে, নিহত বালক এবং হত্যাকারী তরুণ কয়েকদিন আগে খেলতে খেলতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার পর বন্ধুকে হত্যার ষড়যন্ত্র করে অভিযুক্ত কিশোর। নিহত বালকের পরিবার জানিয়েছে, শনিবার থেকে তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সবশেষ তাকে বাড়ির সামনের মাঠে খেলতে দেখা গেছে। থানায় অভিযোগ করার পর প্রাথমিকভাবে পুলিশ নিখোঁজ বালকের খোঁজ জানতে পারেনি। পরে ১৩ বছর বয়সী কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারোক্তি দেয়। পুলিশকে কিশোর জানায়, বাড়ির কাছের জঙ্গলে নিয়ে নিখোঁজ শিশুকে হত্যা করেছে সে। তার স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের মা হত্যা মামলা দায়ের করেছেন। স্বীকারোক্তিতে কিশোর জানিয়েছে, জঙ্গলে নিয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করেছে সে। হত্যার পর শিশুটির কাছে থাকা মোবাইল ফোনটিও নিয়ে গেছে। পুলিশের ডেপুটি কমিশনার প্রনভ তায়াল এসব কথা জানিয়েছেন। কিশোরের স্বীকারোক্তি অনুযায়ী সোহাতি গ্রামের পাশের জঙ্গল থেকে নিহত শিশুটির মরদেহ এবং তার মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। আটক কিশোর এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত শিশুটির মা-বাবা দুজনেই নির্মাণ শ্রমিক।