ছেলেকে খুঁজে মানসিক প্রতিবন্ধী মাকে তুলে দিল নাচোল থানা পুলিশ

25

চাঁপাইনবাবগঞ্জর নাচোল থানা পুলিশ ছেলেকে খুঁজে বের করে মানসিক প্রতিবন্ধী মাকে তার জিম্মায় ফিরিয়ে দিয়েছে। তিন দিন অনুসন্ধানের পর শনিবার ছেলের জিম্মায় দেয়া হয়েছে মানসিক প্রতিবন্ধী মাকে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামের মো. ছানা মিয়ার স্ত্রী মোসা. শহর বানু (৪৫) একজন মানসিক প্রতিবন্ধী। তিনি নিজ এলাকা হতে হারিয়ে যান। ২৯ মার্চ সকাল ৮টায় নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে পুলিশ তাকে উদ্ধার করে ওই এলাকার তোফাজ্জাল হোসেনের স্ত্রীর হেফাজতে রাখে। এরপর তার পরিবারের লোকজনের সন্ধান করা হয়। এর একপর্যায়ে তার পরিবারের সন্ধান পেয়ে খবর দিলে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহর বানুর ছেলে মো. সবুজ ইসলাম (২৫) নাচোল থানায় এলে তার জিম্মায় শহর বানুকে তুলে দেয়া হয়।