Last Updated on জুন ২৪, ২০২৫ by
ছয় দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনশন কর্মসূচি পালন
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম মেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাকিভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী আকবর আলী, উপজেলা কমিটির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী কানিজ ফাতেমাসহ অন্যরা।
বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।
শিবগঞ্জ : অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার একই কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শিবগঞ্জ উপজেলা শাখা। এতে ৫৭ জন স্বাস্থ্য সহকারী অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন— সংগঠনের সভাপতি মো. রাকিব রায়হান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহসভাপতি নুরুন্নাহার শাপলা ও স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান।
নাচোল : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাচোল উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলামের নেতৃত্বে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাচোল উপজেলা শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. আলমগীর কবিরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে অনুশন কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ক মো. রেজাউল হোসেনের নেতৃত্বে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় স্বাস্থ্য সহকারী মো. রেজাউল, স্বাস্থ্য সহকারী মো. মেজবাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য সহকারী মো. আহসান হাবীবের নেতৃত্বে কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী মো. আব্দুল হান্নান, হুমায়ুন কবির, মোসা. মনিরা খাতুন, মোসা. জোহুরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিটি কর্মসূচিতে নেতারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বছরের পর বছর তারা বঞ্চিত। অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।