শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৭, ২০২৫ by

চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করলো রিয়াল

ফুটবলে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকে বহুদিন। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ঠিক তেমনই এক রাত উপহার দিল রেড বুল সালসবুর্ককে হারিয়ে। ৩-০ গোলের জয়ে জাবি আলোনসোর শিষ্যরা গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে থেকে পৌঁছে গেল শেষ ষোলোয়। যেখানে তাদের সামনে অপেক্ষা করছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কয়েক ম্যাচ ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ভিনিসিউস জুনিয়র অবশেষে ফিরলেন নিজের রাজকীয় মেজাজে। প্রথমার্ধে দুর্দান্ত এক গোল, পরে একটি শৈল্পিক অ্যাসিস্ট; দুইভাবেই ম্যাচে ছাপ রেখে গেলেন ব্রাজিলিয়ান এই তারকা। প্রথম গোলটি আসে বেলিংহ্যামের দূরপাল্লার পাস থেকে। একা দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত গড়ানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস। গোল করেই ক্ষান্ত হননি ভিনিসিউস। গিলেরের পাস ধরে বক্সে ঢ়ুকে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেন এবং হঠাৎ এক ব্যাকহিল পাসে বল এগিয়ে দেন ভালভার্দের পায়ে। মিডফিল্ডার ভালভার্দে একটানে নেন শট। আর বল ঠাঁই পায় জালে। রিয়ালের পক্ষে শুধু গোলদাতারাই নয়, পুরো দলই ছিল ছন্দে। জুদ বেলিংহ্যাম ও চুয়োমেনি মাঝমাঠে রেখে যান ছাপ। আর ডান প্রান্তে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কার্যকর ভূমিকাও প্রশংসার দাবি রাখে। ফ্রান গার্সিয়া ও আর্দা গিলেরের সংযুক্তি ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ৮৪তম মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন গন্সালো গার্সিয়া। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ভুলভাবে ক্লিয়ার করতে না পারায় সুযোগ পান গার্সিয়া। সুযোগটিকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ডান দিক থেকে চমৎকার ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় তাদের মুখোমুখি হচ্ছে জুভেন্টাস।

About The Author

শেয়ার করুন