রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২, ২০২৪ by

চ্যাম্পিয়ন্স লিগে যত রেকর্ড গড়লো রিয়াল

শেষ কবে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরছিল জানেন? না জানেন না। সেই ১৯৮০/৮১ মৌসুমে। সেবার লিভারপুলের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল রিয়াল। এরপর চলে গেছে ৪৩টি মৌসুম। এর মধ্যে রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলেছে ৯ বার, চ্যাম্পিয়ন হয়েছেও ৯ বার। তার মানে ফাইনালে হারেনি তারা। রিয়াল মাদ্রিদ ফাইনালে হারে না- বহুল প্রচলিত এই বাক্যটি আরও একবার সত্য প্রমাণিত হলো। ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১৫তম শিরোপা জিতে আরও কিছু কীর্তি গড়ল রিয়াল ও তাদের কোচ-ফুটবলাররা। ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙ্গে এক বছরের ব্যবধানে শিরোপা পুনরুদ্ধার করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। চ্যাম্পিয়ন লিগে বিগত ১১ মৌসুমে এটি তাদের ষষ্ঠ শিরোপা লস ব্লাঙ্কোদের। এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কীর্তিগুলো- চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। এবারের আসরে ফাইনালসহ খেলা ১৩ ম্যাচের নয়টিতে জিতেছে তারা, ড্র করেছে বাকি চারটিতে। আগের ১৪টি শিরোপা জয়ের পথে অন্তত একটি ম্যাচ হলেও তারা হেরেছিল। কোচ হিসেবে জিতলেন রেকর্ড পাঁচটি শিরোপা জিতলেন কার্লো আনচেলত্তি। ষষ্ঠবারের মতো ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে পঞ্চমবারের মতো শিরোপা জেতালেন তিনি। লুকা মদ্রিচ, টনি ক্রুস, দানি কারভাহাল ও অধিনায়ক নাচো ফার্নান্দেজ রেকর্ড ছয়টি শিরোপা জিতেছেন। এর মধ্যে ক্রুস ছাড়া বাকি সবাই সব শিরোপা রিয়ালের হয়ে। ক্রুসের একটি শিরোপা বায়ার্নের হয়ে জিতেছেন।

About The Author

শেয়ার করুন