দৈনিক গৌড় বাংলা

চ্যাম্পিয়নস ট্রফির বাজেট কত?

চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হয় ক্রিকেটের ‘মিনি বিশ্বকাপ’। আগামী বছর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে এই টুর্নামেন্টির নবম আসর। তবে গেল এশিয়া কাপের মতো পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট খেলতে না যাওয়ার কথা জানায় ভারত। যার কারণে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের হওয়ার সম্ভাবনা আছে। এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনো আর্থিক সংকট রাখতে চায় না বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৫ চ্যাম্পিয়নস লিগের জন্য ৭০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে সংস্থা। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ কোটি টাকার বেশি। আইসিসির সবশেষ বোর্ড সভায় এই বাজেট পাস করা হয়। ৭০ মিলিয়ন ডলারের পাশাপাশি অতিরিক্ত আরও সাড়ে ৪ মিলিয়ন ডলার পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত পাকিস্তানের মাটিতে যদি খেলতে না আসে ভারত। তার কারণে হাইব্রিড মডেলের জন্য যে অতিরিক্ত খরচ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেই কারণে এই সাড়ে ৪ মিলিয়ন ডলার অতিরিক্ত বাজেট দেওয়া হয়েছে বলে জানানো হয় আইসিসির পক্ষ থেকে। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির বাজেটও ছিল ৭০ মিলিয়ন ডলার।

About The Author