‘দশে আমরা দেশের তরে’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর ১০ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক জোনাব আলী, সাংবাদিক ও আমব্যবসায়ী আহসান হাবীব, আম ব্যবসায়ী ইসমাইল খান শামীম, কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকসহ বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্য দেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী।
বক্তারা চ্যানেল ২৪-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং চাঁপাইনবাবগঞ্জের কৃষি, শিল্প, ইতিহাস-ঐতিহ্য, সাফল্যগাঁথা আরো বেশি বেশি করে তুলে ধরার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গম্ভীরার নাতি ফাইজার রহমান মানি।