চোখের জলে বিদায় জানালেন ইনিয়েস্তা

4

ঘোষণাটি আগেই এসেছিল, জাপানের লিগে আর খেলবেন না বার্সেলোনা ও স্পেনের গ্রেট ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। মৌসুমের মাঝপথেই তিনি জাপানের ক্লাব ভিসেল কোবে থেকে বিদায় নিলেন। শনিবার ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইনিয়েস্তা। প্রিয় তারকাকে বিদায় জানাতে কোবে মিসাকি পার্কের গ্যালারি ছিল দর্শকে টইটম্বুর। যা দেখে ইনিয়েস্তাও আবেগ সামলাতে পারেননি। নিজের শেষ ম্যাচে ভিসেল কোবের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ইনিয়েস্তা। ইনজুরির কারণে মৌসুমের বেশিরভাগ সময় তাকে বাইরেই থাকতে হয়েছে। তবে ম্যাচের চেয়েও এদিন বড় হয়ে ওঠে তার বিদায়।

আবেগাপ্লুত কণ্ঠে ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালে আমি এখানে এসেছিলাম এই ক্লাবকে বড় ক্লাবে পরিণত করতে। আমার মনে হয়, সেটা আমি করতে পেরেছি। মাঠের ভেতরে ও বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি, ক্লাবের জন্য আপনারাও ততটা গর্ব অনুভব করেন, যতটা করি আমি। বার্সেলোনায় দেড় যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩০টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। দেশের হয়ে জিতেছেন টানা দুটি ইউরো শিরোপা। এর মাঝে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। ক্যারিয়ারে আর কিছু পাওয়ার না থাকলেও এখনই ফুটবলকে বিদায় বলছেন না ইনিয়েস্তা, ‘গত কয়েকটি মাস আমার জন্য ও আমার ঘনিষ্ঠদের জন্য কঠিন ছিল। আমার ইচ্ছে মাঠ থেকেই বিদায় নেওয়ার। এই ক্লাব থেকে সেটা হলো না। তবে এই প্রত্যাশা সামনে রেখেই আমি পরবর্তী পদক্ষেপ নেব।’