Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by
চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা রেডিও মহানন্দার
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র ব্যবস্থাপনা কমিটির সদস্য রাইহানুল ইসলাম লুনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন জেলাশহরের মিস্ত্রিপাড়ায় রাইহানুল ইসলাম লুনার নিজস্ব অফিসে গিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক (হিসাবরক্ষণ) তানভির আহমেদ রিয়াদ ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।