শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৬, ২০২৪ by

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ৪

চেক প্রজাতন্ত্রে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাজধানী প্রাগের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে চেক শহর পারডুবিসে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় গত বুধবার রাত ১১ টার দিকে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। কর্মকর্তারা জানায়, যাত্রীবাহী ট্রেনটি ৩০০ জনেরও বেশি যাত্রী ছিল। ট্রেনটি প্রাগ থেকে স্লোভাকিয়ার সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনীয় শহর চপের দিকে যাচ্ছিল এবং এতে অনেক বিদেশি নাগরিকও ছিলেন। আহত ২৪ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চেক টেলিভিশন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, পণ্যবাহী ট্রেনটি শিল্প রাসায়নিক ‘ক্যালসিয়াম কার্বাইড’ বহন করছিল। প্রথম দুটি ওয়াগন খালি ছিল, তাই ক্ষতি হয়নি বা শিল্প রাসায়নিক ছড়িয়ে পড়েনি। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এই দুর্ঘটনাকে মহা বিপর্যয় হিসেবে বর্ণনা করে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-লিখেছেন, ‘আমরা সবাই নিহত ও আহতদের পাশে আছি।’ দুর্ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ও জরুরি পরিষেবা ইউনিট পাঠানো হয়েছে এবং যাত্রীদের সরিয়ে নিতে সাহায্য করছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্তত একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এবং পৃথক আরো একটি ছবিতে দেখা গেছে, ট্রেন দুটির সামনের অংশ সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গেছে। প্রাগ, ব্রনো ও অস্ট্রাভা এর ছোট শহরগুলোর মধ্যে দুর্ঘটনার পর পরিষেবা কয়েক ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল। সূত্র : আলজাজিরা

About The Author

শেয়ার করুন