বুধবার, ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by

চুরি হলো বেন স্টোকসের বাড়িতে

ইংল্যান্ডের টেষ্ট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কাউন্টি দুরহামে তার ক্যাসেল ইডেনের বাড়িতে একদল মুখোশধারী চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দুঃসংবাদটি দেন স্টোকস। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, চুরির সময় তার পরিবার বাড়িতেই ছিলেন। তবে তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে। পোস্টে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবিও দেন স্টোকস। অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। স্টোকস লেখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারতো।’ স্টোকস আরও লেখেন, ‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারবো। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যে এই কাজ করেছে, তাকে খুঁজে বের করা।’ ইংলিশ অলরাউন্ডার যোগ করেন, ‘তারা গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং ব্যক্তিগত আইটেম নিয়ে পালিয়ে গেছে। এই আইটেমের অনেকগুলোর সঙ্গে আমার ও আমার পরিবারের জন্য আবেগ জড়িত। সেগুলো অপূরণীয়।’ স্টোকসের চুরি যাওয়া জিনিসের মধ্যে ২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। যার সবকিছুই চুরি হয়ে গেছে।

About The Author

শেয়ার করুন