চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরে অবস্থিত কামাল প্রিন্টিং প্রেসের ক্যাশ বাক্স থেকে চুরি হওয়া ৫৫ হাজার টাকার মধ্যে ৪৭ হাজার ৫শ টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে জড়িতকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর মালোপাড়া মহল্লার শ্রী পরেশ হালদারের ছেলে সমিত কুমার হালদার (২৮)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ২৭ জানুয়ারি বিকাল ৪ টা ১০ থেকে ৪ টা ২০ মিনিটের মধ্যে হুজরাপুর মোড়ে অবস্থিত কামাল প্রিন্টিং প্রেসের ক্যাশ বাক্স থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় কামাল প্রিন্টিং প্রেসের মালিক আবু হেনা মোস্তফা কামাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর টাকা উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয় এবং নিজ বাড়ি থেকে ৪৭ হাজার ৫শ টাকাসহ সমিত কুমার হালদারকে আটক করা হয়।