রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৬, ২০২৪ by

চুপচাপ বিয়ে করলেন সোহিনী

ভারতজুড়ে বইছে আম্বানির পরিবারের বিবাহ উৎসব। হলিউড-বলিউড তো বটেই, টলিউড থেকেও গিয়েছে একঝাঁক! এমন ভোজবাজির ভেতরে অনেকটা চুপচাপ সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম মায়াবতী সোহিনী সরকার। বেছে নিলেন প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে। সোমবার কলকাতার এক ফার্মহাউজে অনেকটা আয়োজনহীন বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে টু-শব্দটি করেননি নব দম্পতি। জানাননি বিয়ের মেনু থেকে ভেন্যু। এরমধ্যেই চুপচাপ সেরে নিলেন বিয়ের আনুষ্ঠানিকতা। সোমবার রাতে বিয়ের ছবি সোশ্যালে শেয়ার করেন শোভন ও সোহিনী। ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে। একই সাথে একই ঘরে।’ তবে কি পরিচয়-প্রেমের বর্ষপূর্তির দিনেই বিয়ে করলেন দু’জনে! এদিকে বিয়ের ছবির নিচে এসে সোমবার রাত থেকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। মন্তব্য করছেন বেশকিছু তারকাও। মিমি চক্রবর্তী লিখলেন, ‘শুভেচ্ছা। ভালোবাসায় বাঁধা থাকো’। সন্দীপ্তা সেন লেখেন, ‘শুভেচ্ছা। খুব ভালো থাক তোরা দুজনে’। এছাড়াও ঋদ্ধিমা ঘোষ, রুকমা রায়, শ্রুতি দাস, শ্রীমা ভট্টাচার্য, পিয়া চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতারাও লিখেছেন। সোহিনী-সৌরভের বিয়ের আসরে টলিউডের তেমন কোনো কর্তা বা তারকার দেখা মেলেনি। দেখা মিলেছে সৌরভ দাস, দর্শনা বণিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশীস রায়দের। এদিন মেরুন রঙের বেনারসি শাড়ি পরেন সোহিনী। সঙ্গে সাদা রঙের সোনালি পাড়ের ব্লাউজ। বউয়ের সঙ্গে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরেছিলেন শোভন, আর সঙ্গে ছিল মেরুন রঙেরই ধুতি। এদিন আইনি কাগজে সই করে বিয়েটা হলেও, মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান সবটাই করেন তারা। জানা যাচ্ছে, পুরো বাঙালি মেনু অতিথিদের সামনে পরিবেশন করা হয়েছিল। ছাগল থেকে মাছ, সবই ছিল। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বসেছিল তাদের বিবাহবাসর। বছরখানেক আগেই প্রেমটা হয়েছিল সোহিনী আর শোভনের। ঠিক তার আগে কাছাকাছি সময়ে ব্রেকআপ হয় দুজনের জীবনে! সোহিনীর সঙ্গে ভেঙেছিল রণজয়ের সম্পর্ক। আর শোভনের বিচ্ছেদ হয় স্বস্তিকা দত্তের সঙ্গে। সূত্র: হিন্দুস্তান টাইমস

About The Author

শেয়ার করুন