চীনের উত্তরাঞ্চলে বিষাক্ত গ্যাস লিকেজে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে দেশটির মঙ্গোলিয়া প্রদেশের ওরডোস শহরের একটি কেমিক্যাল কোম্পানিতে এ ঘটনা ঘটে। উঁচু এলাকার কোম্পানিটিতে উচ্চচাপে গ্যাস নির্গমনের ফলে সেখানে কর্মরত অনেক শ্রমিক জ্ঞান হারান। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। এএফপি জানিয়েছে, চীনের শিল্প কারখানায় দুর্ঘটনা নতুন নয়। দেশটির বেশির ভাগ কারখানায় নিরাপত্তা ব্যবস্থা শিথিল রয়েছে। গত ফেব্রুয়ারিতে একই প্রদেশের একটি কয়লা খনির ধসে ৫৩ জন মারা যান।