চীনে ট্রাম্পের মোরগমূর্তি!

77

05-terampতাইওয়ান ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের সম্পর্ক তিক্ততার দিকে গেলেও চীনা জনগণের কাছে তিনি সম্ভবত খুব অপ্রিয় নন। মোরগের আদলে চীনের এক ভাস্করের করা ট্রাম্পের মূর্তি তারই সাক্ষ্য বহন করছে। বিবিসি বলছে, সাদা মোরগের আদলে ট্রাম্পের এই মূর্তিটি শোভা পাচ্ছে শানজি প্রদেশের তাইয়ুয়ানের একটি বিপণীবিতানের সামনে। দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ যত এগিয়ে আসছে, সেটি উদযাপনকে কেন্দ্র করে সাজসজ্জা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর তাতে ঠাঁই দেওয়া হয়েছে ট্রাম্পকেও। ২৮ জানুয়ারি থেকে দেশটিতে ঐতিহ্যবাহী চান্দ্রবর্ষের উৎসব শুরু হবে। ট্রাম্পের সাদা মোরগের মূর্তিটির নকশাকারী চীনের গণমাধ্যমকে জানিয়েছেন, তার (ট্রাম্প)চুলের বৈশিষ্ট্য এবং হাতের ভঙ্গি দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পাখির সাদৃশ্য খোঁজার চেষ্টা এবারই প্রথম নয়।
এরআগে নভেম্বরে চীনের হাংঝুর একটি চিড়িয়াখানায় সোনালি রঙের পাখির সঙ্গে ট্রাম্পের সাদৃশ্য পাওয়ায় সেটি ইন্টারনেটে ব্যাপ জনপ্রিয়তা পায়। একজন দর্শণার্থী সোনালি রঙের চুল আর নীল চোখের পাখিটির সঙ্গে ট্রাম্পের সাদৃশ্যের বিষয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। মজার বিষয়, অনেকে পাখিটির সঙ্গে ট্রাম্পের সাদৃশ্যও খুঁজে পেয়েছেন!